রেমিট্যান্সে প্রণোদনা: প্রবাসীদের জন্য সুখবর

bdtimes360.com

 

নিউজ ডেস্কঃ রেমিট্যান্সের রেকর্ড যাত্রার মাঝেই এবার নগদ সহায়তার পরিমাণ আরেক দফা বাড়ালো সরকার। এখন থেকে বিশ্বের যে কোন দেশ থেকে বৈধ চ্যানেলে দেশে পাঠানো প্রতি একশো টাকায় ২ টাকা ৫০ পয়সা বাড়তি পাবেন প্রবাসীরা।

 

শনিবার (১লা জানুয়ারী ২০২২) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে প্রবাসী কর্মীদের প্রতি এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বৈধ পথে রেমিটেন্স আনয়নের লক্ষ্যে এই প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

পূর্বে এই প্রণোদনার হার ছিলো শতকরা ২% যা প্রবাসী এবং ফ্রিল্যান্সার সকলেই তাদের রেমিটেন্স এর উপর পেয়ে আসছিলো। দ্বিতীয় দফায় বৃদ্ধি করা হলো এই প্রণোদনার হার যা বছরের প্রথম দিন থেকেই কার্যকর হবে।