পাঠ্যবইয়ে ভুল তথ্য ও অসঙ্গতি

নিউজ ডেস্ক : আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্লেইজারিজম বা চৌর্যবৃত্তি অপরাধ। এবার সেই দোষে দুষ্ট NCTB’র দুটি পাঠ্যবই। সপ্তম শ্রেণির বিজ্ঞানের ‘অনুসন্ধানী পাঠ’, আবার এর ইংরেজি ভার্সনেও গুগল ট্রান্সলেশন থেকে বাংলা অনুবাদ করে মানহীন ইংরেজী বসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

 

এই ভুল অবশ্য স্বীকার করেছেন বইটির সম্পাদনাকারী অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অসঙ্গতি পাওয়া গেছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়েও। ভুলগুলো সংশোধনের কথা জানাচ্ছে কর্তৃপক্ষ।

 

বইটির সম্পাদনাকারী অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বইটির বিতর্কিত অংশের লেখক তিনি নন; তবে অবশ্যই ভুলগুলো সংশোধন করা হবে পরবর্তী সংশোধিত সংস্করনে।

 

আগামী বছরের জন্য নতুন বই ছাপানোর সময় ভুলগুলো সংশোধন করে ছাপানো হবে মর্মে বলেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, হয়তো প্রুফ রিডার সঠিকভাবে বইগুলোর বানান যাচাই করেননি।