মরদেহ মাইনের সাথে বেঁধে রাখছে মিয়ানমার সেনারা

bdtimes360.com

 

নিউজ ডেস্কঃ মিয়ানমারের চিন প্রদেশে সামরিক জান্তার চালানো গুম, গ্রেফতার এবং গণহত্যার মতো অপরাধের প্রমাণ মিলেছে। বার্তা সংস্থা এপি তাদের বিশেষ প্রতিবেদনে তুলে ধরেছে বর্বরতার চিত্র।

 

বিভিন্ন ফুটেজে দেখানো হয়, মাইলের পর মাইল এলাকা জ্বালিয়ে দিয়েছে সামরিক জান্তা। পাওয়া গেছে গণকবরও। এমনকি হত্যার পর মরদেহ মাইনের সাথে বেধে রাখার মতোও বর্বরতা চালানো হয়।

 

মিয়ামার চিন প্রদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সামরিক জান্তা। যতদূর চোখ যায় দেখা যায় মাইলের পর মাইল শুধু ধাবংসযজ্ঞের চিহ্ণ। গত কয়েকমাস ধরেই নিপিড়ন ও হত্যা চালিয়ে আসছে সামরিক বাহিনী। এবার এসব নিপিড়নের তথ্য প্রমান তুলে ধরেছে বার্তা সংস্থা এপি। এ প্রতিবেদনে নভেম্বর ও ডিসেম্বরে চালানো নিপিড়ন চালানো কথা তুলে ধরেন চল্লিশ ভুক্তভোগী।

 

তারা বলেন. সেনারা হত্যা করে তাদের মরদেহ পুড়িয়ে দেয়। কোথাও কোথাও গুলি করে হত্যার পর তাদের দেহের সাথে মাইন বেধে দেয়া হয়, যাতে কেউ মাইন খুলতে গেলে সেও মারা যায়। রাস্তাঘাটেও মাইন পেতে রাখার তথ্য মিলেছে ঐ প্রতিবেদনে। একটি গণকবরেরও সন্ধান মিলেছে। তারা হাসপাতালও পুড়িয়ে দিয়েছে। ঐ প্রতিবেদনে কিছু ভিডিও ফুটেজও স্থানীয়রা জমা দিয়েছে।