কালীগঞ্জে ইউপি নির্বাচন ও আ.লীগের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ২১ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কালীগঞ্জ উপজেলা আ.লীগ কার্যালয়ে পৌর সভাপতি ও মেয়র এস.এম রবিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী।

সভায় উপজেলা আ.লীগের সাধারণ-সম্পাদক এইচ.এম আবু বকর, সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, কামরুল ইসলাম, মাইনুল ইসলাম, আবুল হাসেম ভুইয়া, মোফাজ্জল হোসেন ছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী বলেন, যে কোন মূল্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। জনগনকে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহি করে তুলতে হবে। তিনি বলেন, অতিতেও কোন ধরনের পেশীশক্তির কাছে মাথানত করিনি, ভবিষ্যতেও করবো না।

মেহের আফরোজ চুমকী বলেন, শেখ হাসিনার মানবিক, সুদক্ষ নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। কারোর সন্ত্রাসনির্ভর আন্দোলনের হাঁকডাকে ভয় পায় না। আওয়ামী লীগের শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে তিনি বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মনিকোঠায়।

এরআগে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬তলা ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।