সিড়ি দিয়ে উঠতে হয় ৬০ লাখ টাকার সেতুতে!

bdtimes360.com

 

নিউজ ডেস্কঃ প্রায় ৬০ লাখ টাকা খরচ করে নির্মাণ করা হয় সেতু। বড় অংকের অর্থ ব্যয় হলেও সেতুর একপাশে ওঠা-নামার জন্য সংযোগের সড়কের বদলে বানানো হয়েছিলো সিড়ি। বরিশালের বাকেরগঞ্জে এমন ঘটনা ঘটায় এলজিইডি।

 

সেতুটি নির্মাণের পর এলাকাবাসীর জন্য সুফল বয়ে আনার কথা থাকলেও, এটিই এখন ভোগান্তির কারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে সিড়িটি ভেঙে ফেলে এলজিইডি বলছে, শিগগিরই শুরু হবে সংযোগ সড়কের কাজ।

 

বর্তমানে সিড়ি ভেঙ্গে ফেলায় মানুষ এখন পড়েছে আরো ভোগান্তিতে। প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষের যোগাযোগের এটিই একমাত্র পথ। সিড়ি না থাকায় এখন সেতু পার হতে ঘটছে অহরহ দুর্ঘটনা। এলাকাবাসীর দাবী অতি দ্রুত সেতুর সংযোগ সড়ক নির্মান করে দেয়ার।

bdtimes360.com