ধর্ষণ চেষ্টার অভিযোগে আইটি ট্রেনিং সেন্টারের পরিচালক গ্রেফতার

নিউজ ডেস্ক : মেয়েদের নজর কাড়তে টিকটক-ই যেন হাতিয়ার। নাটোরের শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারে অবস্থিত অর্কিড আইসিটি ওয়ার্ল্ডের পরিচালক সাজেদুর রহমান সাকিব কর্মস্থলে বসেই বানাতেন টিকটক ভিডিও।

 

প্রতিষ্ঠানের পরিচালক সাজেদুর রহমান সাকিব প্রশিক্ষণ নিতে আসা এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। কৌশলে ক্লাশ শুরুর আগেই ঐ ছাত্রীকে ডেকে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন কথা বলার ফাকে দরজা আটকে তাকে ধর্ষনের চেষ্টা করে সাজেদুর রহমান সাকিব।

 

এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ঐ ছাত্রীর মা। সাজেদুর রহমান সাকিবকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। এ নিয়ে নাটোরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

নাটোর সদর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত চলছে এবং গ্রেফতারের পর অভিযুক্ত সাজেদুর রহমান সাকিবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।