তিন বীমা কোম্পানীর প্রায় আড়াই হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ

bdtimes360.com

 

নিউজ ডেস্কঃ ফারইস্ট, ডেল্টা এবং জীবন বীমা কর্পোরেশনে -এই ৩ বীমা প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। তবে সংস্থাটি বলছে, কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি উন্নয়ন সম্ভব নয়। চাই সরকারের আরও জোরদার উদ্যোগ।

 

আর্থিক নিরাপত্তা পেতে বা ঝুঁকি কমাতে ব্যক্তি বা প্রতিষ্ঠান বীমা করলেও বীমার দাবি না মেটানোসহ বীমা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আছে নানা অভিযোগ। গ্রাহকের মৃত্যুর পরও বীমার টাকা পাচ্ছে না অনেক নমিনি। বীমার মেয়াদপূর্তির পর কয়েক বছর ঘুরেও পাচ্ছেন গ্রাহকের সঞ্চয়কৃত অর্থ।

 

ভ্যাট বা আয়করের নামে আদায় করা টাকাও আত্মসাতের অভিযোগ আছে। বিভিন্ন বীমা কোম্পনির মালিকেরা পরিচালনা পর্ষদে নিজেদের আত্মীয়-স্বজন নিয়োগ দিয়ে আত্মসাৎ করছে বিপুল অংকের টাকা।

 

বাংলাদেশ ব্যাংক কর্তৃক দুদকে প্রেরিত নিরীক্ষা প্রতিবেদনে এই আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। যেখানে ভুয়া বিল ভাউচার দিয়ে কোম্পানীর এক শ্রেণীর কর্মকর্তার যোগসাজসে পরিচালনা পর্ষদের লোকজন এ জাতীয় দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত।

 

bdtimes360.com