খাদ্য সহায়তা ৩৩৩ নম্বরে, বরাদ্দ শত কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। করোনা সংক্রমণ রোধে আরোপ করা বিধিনিষেধে তৈরি হওয়া অচলাবস্থায় সরকারী খাদ্যসহায়তার এই আওতা বাড়াতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বিধিনিষেধের মধ্যে কাজ হারিয়ে সঙ্কটে পড়া নিম্ন আয়ের লোকজনের সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ৩ হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের একটি হলো ৩৩৩ নম্বরে জরুরি খ্যাদ্য সহায়তা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, ৩৩৩-নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা।

এর আগে মহামারির ধাক্কা সামলে দেশের অর্থনীতি যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য ২৩টি প্রণোদনা প্যাকেজের আওতায় সোয়া লাখ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছিল সরকার। তার সঙ্গে এবার নতুন এই পাঁচটি প্যাকেজ যুক্ত হওয়ায় মোট সহায়তার পরিমাণ এক লাখ ৩১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেল।