উজ্জ্বল গালে হালকা গোলাপী ছোঁয়া

 

 

সৈয়দা সুলতানা : আপনি হয়তো বেস মেকআপ ঠিকঠাক করেছেন, চোখ সাজিয়েছেন, ঠোঁটও মোটামুটি সাজানো শেষ। তারপরও মনে হবে কি জানি দেয়া হয়নি। আসলে অভাবটা গোলাপী আভার, মানে ব্লাশের। তাহলে বোঝা যাচ্ছে ব্লাশ আপনার প্রিয় প্রসাধনী। উজ্জ্বল গালে হালকা গোলাপী ছোঁয়া অনেক মেয়েদেরই পছন্দ।

 

তবে এটা লাগানো কিন্তু অতো সহজ নয়। ব্লাশ লাগানো বেশ জটিলও আছে। ঠিক কতটুকু ব্লাশ লাগালে গাল গাঢ় হবে তা খুব সহজে বোঝা যায় না। তবে পাউডার ব্লাশ থেকে ক্রিম ব্লাশ ব্যবহার করাটা একটু সহজও বটে। আর ক্রিম ব্লাশটা খুব সহজে আঙুলে নিয়ে লাগানো যায়।

 

এটা গালের সাথে খুব সহজে মিলেও যায়। গাল রঙিন হওয়ার পাশাপাশি উজ্জ্বলও দেখায়। তবে চিন্তার বেশি এই ঘরে ক্রিম ব্লাশ একদমই নেই। কিন্তু চিন্তারও কারণ নেই। আপনি চাইলে বাসায় খুব সহজেই বানাতে পারেন ক্রিম ব্লাশ। শুধু দুই থেকে তিনটি উপকরণে বানাতে পারেন ক্রিম ব্লাশ।

 

বাসায় ক্রিম ব্লাশ বানানোর পদ্ধতি : আমাদের সবার বাড়িতেই ভ্যাসলিন অথবা পেট্রোলিয়াম জেলি থাকে। প্রথমে ১ চা চামচ ভ্যাসলিন পাত্রে নিয়ে মাইক্রোওয়েভে গলিয়ে নিন। তারপর পছন্দ মত যেকোন প্রিয় রঙের আইশ্যা়ডো নিন। এবার সেটা পেট্রোলিয়াম জেলির মধ্যে মিশিয়ে নিন।

 

এখন যদি মনে হয় আর একটু মিশতে হবে তাহলে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে রংটা আরো গাঢ় করতে হলে আরো একটু আইশ্যাডো মিশিয়ে নিন। ব্যাস মিশানো হয়ে গেলে সারা রাত ঠাণ্ডা জায়গায় পাত্রে রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই জেলি আবার জমে যাবে। সকালের মধ্যেই দেখবেন আপনার ক্রিম ব্লাশ তৈরি। এভাবে নিজের ইচ্ছামতো বিভিন্ন রঙের ব্লাশ তৈরি করতে পারবেন।