
নিউজ ডেস্কঃ যুদ্ধের প্রথম দিনেই ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিজেদের ৪০ সেনা ও ১০ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর জানিয়েছে কিয়েভ। নিখোঁজ আছে বেশ কয়েকজন।
পাল্টা অভিযানে রাশিয়ার ৫০ সেনাকে হত্যার দাবি করেছে কিয়েভ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়। জেলেনস্কি প্রশাসন জানায়, স্থানীয় সময় ভোর ৫.৫০ থেকে শুরু হয় মুহুর্মুহু বিমান হামলা।
যদিও বেসামরিক নাগরিকদের আতঙ্কিত না হয়ে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশটিতে মার্শাল ল জারি করার জন্য তিনি সামরিক বাহিনীকে আহবান জানিয়েছেন।